নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (হি.স.): দলীয় সভাপতি নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করল কংগ্রেস। আগামী ১৭ অক্টোবর কংগ্রেস সভাপতি নির্বাচনের জন্য ভোটগ্রহণ হবে, ফল ঘোষণা হবে ১৯ অক্টোবর। মনোনয়ন জমা দেওয়া যাবে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৪ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত, বেলা এগারোটা থেকে তিনটে পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া যাবে।
মনোনয়নের স্ক্রুটিনি হবে ১ অক্টোবর। মনোনয়ন প্রত্যাহারের শেষ ৮ অক্টোবর বিকেল তিনটে পর্যন্ত। যদি প্রয়োজন হয়, তাহলে ভোটগ্রহণ হবে ১৭ অক্টোবর সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত। ভোটগণনা হবে ১৯ অক্টোবর। ভোটগণনার পর ফল ঘোষণা করা হবে।