ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্টেম্বর।। অনলাইন দাবা প্রতিযোগিতা। পদ্মভূষন এস পি বালাশুভ্রমনিয়ম স্মৃতি অনলাইন দাবা প্রতিযোগিতা ২৫ সেপ্টেম্বর। টর্ণেলো সফ্টওয়ারে হবে আসর। ৪৮ হাজার টাকা প্রাইজমানির ওই আসরে মোট ৩০ টি আর্থিক পুরস্কার থাকবে। প্রথম পুরস্কার ৫ হাজার টাকা। এছাড়া অনূর্ধ্ব-১০,১২ এবং ১৫ বিভাগের দাবাড়ুদের জন্য থাকবে ৩ টি করে বিশেষ পুরস্কার। ৫ মিনিট সঙ্গে প্রতি চালে ৩ মিনিট ‘ইনক্রিমেন্ট’ থাকবে। আসরে অংশ নিতে ইচ্ছুক দাবাড়ুদের ৫০০ টাকা এন্ট্রি ফি জমা দিয়ে নাম নথিভুক্ত করতে হবে। নাম নথিভুক্ত করতে হবে ৯৮৯৪২৭৮৪০২ বা ৯১৫৯৯৯৬৮৯৫ নম্বরে।
2022-09-22