কেরল-সহ দেশের ১০টি রাজ্যে অভিযান এনআইএ ও ইডি-র, ১০০-র বেশি পিএফএই নেতা গ্রেফতার

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (হি.স.): এখনও পর্যন্ত সবথেকে বড় তদন্ত প্রক্রিয়ায় কেরল ও তামিলনাড়ু-সহ দেশের মোট ১০টি রাজ্যে তল্লাশি অভিযান চালাল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) ও প্রবর্তন নির্দেশালয় (ইডি)। এই ১০টি রাজ্যের মধ্যে রয়েছে দিল্লি, কলকাতা, উত্তর প্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক ও তেলেঙ্গানাও। ১০টি রাজ্যে অভিযান চালিয়ে ১০০-র বেশি পপুলার ফ্রন্ট নেতাকে গ্রেফতার করেছে এনআইএ ও ইডি। কেরলের মালাপ্পুরমের মাঞ্জেরিতে পিএফআই চেয়ারম্যান ওএমএ সালেমের বাড়িতে বুধবার মধ্যরাত থেকেই তল্লাশি অভিযান চালায় এনআইএ ও ইডি। এই অভিযানের প্রতিবাদে বিক্ষোভ দেখান পিএফআই কর্মীরা। এছাড়াও কেরলে পিএফআই-এর এর জেলাস্তরের নেতাদের বাড়িতেও তল্লাশি চালায় এনআইএ ও ইডি।

ম্যাঙ্গালুরুতে এনআইএ অভিযানের বিরুদ্ধে প্রতিবাদ করার সময় পিএফআই ও এসডিপিআই কর্মীদের আটক করে কর্ণাটক পুলিশ। এনআইএ আধিকারিকরা তামিলনাড়ুর ডিন্ডিগুল জেলায় পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার পার্টি অফিসে অভিযান চালায়। এনআইএ অভিযানের বিরুদ্ধে পার্টি অফিসের বাইরে বিক্ষোভ দেখান পিএফআই কর্মীরা। তামিলনাড়ুর কোয়েম্বাটুর, কুদ্দালোর, রামনাদ, থেনি এবং থেনকাসি-সহ বেশ কয়েকটি জায়গায় পিএফআই-এর নেতাদের বাড়িতে তল্লাশি চালায় এনআইএ ও ইডি। চেন্নাইয়ে পিএফআই-এর রাজ্য সদর কার্যালয়েও তল্লাশি চালানো হয়। কলকাতাতেও এনআইএ ও ইডি-র তল্লাশি অভিযান চালিয়েছে। বুধবার গভীর রাতে পার্ক সার্কাসে পিএফআই নেতা শেখ মোক্তারের বাড়িতে হানা দেয় এনআইএ।

প্রসঙ্গত, দেশজুড়ে ইসলামিক জঙ্গি সংগঠন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার বিরুদ্ধে এখনও পর্যন্ত সবথেকে বড় তদন্ত প্রক্রিয়া এটি। জঙ্গি কার্যকলাপে অর্থ সাহায্য, প্রশিক্ষণ শিবির সংগঠিত করা এবং নিষিদ্ধ সংগঠনে যোগদানের জন্য উৎসাহিত করা প্রভৃতি অভিযোগ রয়েছে পিএফআই-এর বিরুদ্ধে। সেই অভিযোগের তদন্তেই এই অভিযান এনআইএ ও যদি-র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *