ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্টেম্বর।। ভারতরত্ন সংঘ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। গুরুত্বপূর্ণ ম্যাচে আমরা ক’জনাকে ছয়-দুই গোলের বড় ব্যবধানে হারিয়ে ভারতরত্ন সংঘ গ্রুপ চ্যাম্পিয়নের স্বীকৃতি পেয়ে সুপার লিগে খেলা নিশ্চিত করে নিয়েছে। সাই স্যাগ আগেই সুপার লীগের পথ প্রশস্ত করে নিলেও গোল ব্যবধানের নিরিখে তাদের গ্রুপ রানার্সের ভূমিকায় সুপার লিগে খেলতে হবে। উল্লেখ্য, ২৫, ২৭ এবং ২৯ সেপ্টেম্বর সুপার ফোরের খেলা হবে। চারটি দলের ছয়টি ম্যাচ হবে সুপার লিগে। চার দলীয় সুপার লিগের ফলাফলের ভিত্তিতেই সি-ডিভিশন লিগ ফুটবলের চ্যাম্পিয়ন ও রানার্স দল নির্ণয় হবে। সুপার লিগের প্রতিটি ম্যাচ-ই এডি নগর পুলিশ মাঠে অনুষ্ঠিত হবে। এদিকে, আজ বিকেলের খেলায় ভারতরত্ন সংঘ ছয়-দুই গোলের ব্যবধানে আমরা ক’জনাকে পরাজিত করেছে। প্রথমার্ধে বিজয়ী দল চার- এক গোলে এগিয়েছিল। বিজয় দলের পক্ষে পরিতোষ দেববর্মা এবং মঙ্গল সিং দেববর্মা দুটি করে গোল করেছে। এছাড়া, আকাশ সরকার ও নিকোলাস করেছে একটি করে গোল। বিজিত আমরা ক’জনার পক্ষে রোহিত জামাতিয়া ও রাকেশ জমাতিয়া খেলার দুই অর্ধে দুটি গোল করেছে। এদিকে, আমরা কজনার গোল রক্ষক বিশাল চক্রবর্তী অসদাচরণ করেছেন খোদ রেফারির সঙ্গে। ফল স্বরূপ রেফারি খেলার অন্তিম মুহূর্তে বিশালকে লাল কার্ড দেখান। এছাড়া, দু’দলের দুজনকে রেফারি আগেই হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি আদিত্য দেববর্মা, বিশ্বজিৎ দাস, হরি শর্মা ও সুপ্রিয়া দাস। উল্লেখ্য, পূর্ব নির্ধারিত ইউনাইটেড বিএসটি বনাম উমাকান্ত কোচিং সেন্টারের ম্যাচটি আজ অনুষ্ঠিত হয়নি। ইউনাইটেড বিএসটি’র খেলোয়ারদের সমস্যা রয়েছে বলে আগেই টিএফএ-কে জানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি টিএফএ-র লীগ সাব কমিটির পক্ষ থেকে বিষয়টি উমাকান্ত কোচিং সেন্টারের নজরে আনা হয়েছে। নিয়ম অনুযায়ী উমাকান্ত কোচিং সেন্টার ৩ পয়েন্ট এবং পক্ষে দুটো গোল পেয়েছে।
2022-09-22

