ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর।। জোড় প্রস্তুতি চলেছে ত্রিপুরার শিবিরে থাকা ক্রিকেটারদের। জয়পুরের লক্ষ আকাদেমিতে বুধবার দুপুরে শুরু হয় অনুশীলন। প্রায় ৪ ঘন্টা ২৭ জন ক্রিকেটার অনুশীলন করেন। তবে প্রথম প্রস্তুতি ম্যাচ কবে তা এখনও ঠিক হয়নি বলে জানা গেছে। রাজস্থানের জয়পুরেই অনুষ্ঠিত হবে সৈয়দ মুস্তাক আলি টি-২০ ক্রিকেট। ১১ অক্টোবর থেকে। ওই আসরে অংশ নেওয়ার আগে প্রস্তুতির জন্যই জয়পুর গেলেন ঋদ্ধিমান সাহা-রা। মঙ্গলবার থেকে শুরু হয় প্রস্তুতি। প্রস্তুতি শুরু হলেও এখন পর্যন্ত দলের সঙ্গে যোগ দেননি ম্যানেজার। প্রশ্ন দেখা দিয়েছে কোনও ক্রিকেটার যদি চোট পায় তখন কে দেখবে? কেনও ম্যানেজার ছাড়া দায়সারা ভাবে দল পাঠানো হলো জয়পুরে। এদিকে অনুশীলনে ক্রিকেটারদের শারীরিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি ব্যাটে -বলের অনুশীলন করানো হচ্ছে। মোট ২৭ জন ক্রিকেটারকে পাঠানো হয়েছে জয়পুরে। জয়পুর যাওয়া ক্রিকেটাররা হলেন: ঋদ্ধিমান সাহা, সুদীপ চ্যাটার্জি, বিশাল ঘোষ, রজত দে, দীপক খাত্রি, নিরুপম সেন, অর্কপ্রভ সিনহা, পল্লব দাস, সেন্টু সরকার, শ্রীদাম পাল, বিক্রম দেবনাথ, রাণা দত্ত, অর্জুন দেবনাথ, শাহরুখ হুসেন, পারভেজ সুলতান, শুভম ঘোষ, স্বরব সাহানি, চন্দন রায়, অমরেশ সরকার, অজয় সরকার, সন্দীপ সরকার, জয়কিষান সাহা, বিক্রম কুমার দাস, মণিশঙ্কর মুড়া সিং,তন্ময় দাস এবং জয়দীপ বনিক। কোচ: কিশোর মুহুরি, অনুপ দাস, চিকিৎসক: জয়দীপ্ত মজুমদার।
2022-09-21