আদি কৈলাস যাত্রা পথে আটকে পড়া ৪২ জনকে উদ্ধার করেছে এসডিআরএফ

ধারচুলা (পিথোরাগড়), ২১ সেপ্টেম্বর (হি.স.) : আদি কৈলাস যাত্রা পথে আটকে পড়া ৪২ জনকে উদ্ধার করেছে এসডিআরএফ। আটকে পড়া সব যাত্রী ভাল আছেন। এসডিআরএফ দল সকলকে উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলার ধারচুলায় নিয়ে গেছে। বুধবার সকালে এসডিআরএফের সাব ইন্সপেক্টর দেবেন্দ্র কুমার এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ধারচুলা থেকে তিন কিলোমিটার আগে পথে আটকে পড়েন এসব মানুষ। মঙ্গলবার এ খবর পাওয়া মাত্রই সেখান থেকে সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়। তাদের সবাইকে নিরাপদে নারায়ণ আশ্রম হয়ে ধারচুলায় নিয়ে যাওয়া হয়।