মুম্বই, ২১ সেপ্টেম্বর (হি.স.) : পালঘর দুর্নীতি মামলায় বড় ধরনের ব্যবস্থা নিয়েছে দুর্নীতি দমন ব্যুরো (এসিবি)। একটি অভিযোগের ভিত্তিতে ফাঁদ বিছিয়ে এসিবি হাইওয়ে সিকিউরিটি ডিভিশনে নিযুক্ত পুলিশ পরিদর্শক রামচন্দ্র নারায়ণ ভারেকে বদলির পরিবর্তে ঘুষ নিতে গিয়ে হাতেনাতে গ্রেফতার করে। বদলির বদৌলতে অভিযোগকারীর কাছ থেকে এক লাখ টাকা ঘুষ দাবি করা হয়। অভিযানে এক লাখ টাকা ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন।
মামলার অভিযোগ পাওয়ার পরে পালঘরের ডেপুটি পুলিশ সুপার নবনাথ জগতাপের নির্দেশে একটি ফাঁদ তৈরি করা হয় এবং পানভেলে নিযুক্ত পুলিশ পরিদর্শক রামচন্দ্র ওয়ারেকে এক লক্ষ টাকা ঘুষ নিতে হাতেনাতে গ্রেফতার করা হয়।