আগরতলা, ২১ সেপ্টেম্বর (হি. স.) : স্ত্রীর সাথে ঝগড়া করে বাড়ি থেকে বেড়িয়ে আর ফিরে আসেননি এক ব্যক্তি। জলাশয়ে তাঁর মৃতদেহ উদ্ধার হয়েছে। অতিরিক্ত মদ্যপানের জন্য ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে পুলিশের প্রাথমিক ধারণা।
বুধবার মোহনপুরের দিঘালিয়া বাজার সংলগ্ন ইট ভাট্টার জলাশয় থেকে মাঝ বয়সী এক ব্যাক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। এদিন সকালে ইট ভাট্টায় কর্মরত লোকজন স্থানীয় একটি জলশয়ে সর্বপ্রথম এই দেহটি দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন সিধাই থানার পুলিশ।
পুলিশ আধিকারিক সুনীল চন্দ্র দাস জানিয়েছেন, মৃত ব্যাক্তির নাম নিতাই মুন্ডা। তিনি ইট ভাট্টার শ্রমিক। তার বাড়ি ছৈলেংটাতে। তিনি আরও জানান, নিতাই তার পরিবার নিয়ে ইট ভাট্টারই একটি ঘরে থাকতেন। তার স্ত্রীর সাথে দু’দিন পূর্বে কোন এক বিষয়কে নিয়ে ঝগড়া হওয়ার পর নিতাই বাড়ি থেকে বের হয়ে গেলে আর ফিরে আসেননি।পুলিশের ধারণা, অতিরিক্ত মদ্যপান করে যাতায়াতের সময় জলাশয়ে পড়ে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। পুলিশ জলাশয় থেকে মৃতদেহ উদ্ধার করে মোহনপুর হাসপাতালের মর্গে নিয়ে যায়। ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।