Suicide:তেজপুরের সেনা ছাউনিতে আত্মহত্যা জওয়ানের

তেজপুর (অসম), ২০ সেপ্টেম্বর (হি.স.) : তেজপুরে অবস্থিত ভারতীয় সেনাবাহিনীর চতুৰ্থ কোরে কৰ্মরত জনৈক জওয়ান আত্মহত্যা করেছেন৷ নিজের সাৰ্ভিস পিস্তলের গুলিতে আত্মঘাতী জওয়ানকে পঞ্জাবের অমৃত সিং বলে শনাক্ত করা হয়েছে। ঘটনা আজ মঙ্গলবার সকালের দিকে সংঘটিত হয়েছে।

ঘটনার পর জওয়ানের মৃতদেহের ময়না তদন্ত করাতে আজ বেলা প্ৰায় ২.৪৫ মিনিটে তেজপুর কনকলতা অসামরিক হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে নিহত অমৃত সিঙের মৃতদেহের ফটো তুলতে বাধা দেওয়া ছাড়াও ঘটনা সম্পর্কে সাংবাদিকদের কোনও তথ্য দেননি সেনা কৰ্তৃপক্ষ৷

ঘটনা সম্পর্কে সেনা কর্তৃপক্ষের তরফে এই খবর লেখা পৰ্যন্ত আনুষ্ঠানিক কোনও বক্তব্য প্ৰকাশ করা হয়নি৷ তাছাড়া সার্ভিস পিস্তল দিয়ে আত্মহত্যার কারণ সম্পর্কেও এ পৰ্যন্ত কোনও তথ্য উদ্ধার করা সম্ভব না হলেও স্থানীয় কছারিগাঁও পুলিশ পিস্তলটি বাজেয়াপ্ত করেছে৷