নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ সেপ্টেম্বর : ছাত্র-ছাত্রীদের স্কুলে পাঠিয়ে নিরাপদ নন অভিভাবকরা৷ না না কৌশলে কোমলমতি ছাত্র-ছাত্রীদের অপহরণর চেষ্টা চালাচ্ছে তাকে দুষ্ট চক্র৷ তাদের মূল উদ্দেশ্য হলো কোমলমতি ছাত্র-ছাত্রীদের অপহরণ করে তাদের অভিভাবকদের কাছ থেকে মোটা অংকের টাকা আদায় করা৷ এ ধরনের এক ঘটনার খবর মিলেছে খোয়াই থেকে৷ খোয়াই জেলা সদর শহরের একটি সুকল থেকে টাকা দেখিয়ে তৃতীয় শ্রেণীর পড়ুয়াকে অপহরণের চেষ্টা করেছে একটি দুষ্টচক্র৷ স্কুল থেকে তৃতীয় শ্রেণীর এক ছাত্রকে অপহরণের চেষ্টা করার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ ঘটনা সোমবার সকাল নয়টা নাগাদ খোয়াই সরকারী দ্বাদশ স্কুলের প্রাতঃ বিভাগে৷
ঘটনার বিবরণে জানা যায়, এদিন স্কুলের প্রাতঃ বিভাগের ছাত্র ছাত্রীরা যখন স্কুলের ভেতরের মাঠে ছোটাছুটি করছিল, তখন সন্ন্যাসী বেশধারী জনৈক ব্যাক্তি মাঠে এসে তৃতীয় শ্রেণীর পাঠরত এক ক্ষুদে পড়ুয়াকে টাকার লোভ দেখায়৷ ছাত্রটি টাকা নিতে অস্বীকার করলে সন্ন্যাসী বেশধারী ব্যাক্তিটি তখন শিশুটিকে প্রসাদের নাম করে কিছু একটা জিনিস খাওয়ানোর চেষ্টা করে৷ কিন্তু উপস্থিত বুদ্ধি খাটিয়ে ছেলেটি মাঠ থেকে দৌড়ে গিয়ে শিক্ষকদের কমনরুমে ঘটনাটি জানালে শিক্ষক শিক্ষিকারা মাঠ থেকে সব ছাত্র ছাত্রীকে শ্রেণীকক্ষে নিয়ে যায়৷ এই ফাঁকে সন্ন্যাসীবেশধারী লোকটি সুযোগ বুঝে কেটে পড়ে৷
স্কুলের শিক্ষক জানিয়েছেন, ছাত্ররা ভয়ে কাঁপতে কাঁপতে শিক্ষককে পুরো ঘটনা সম্পর্কে অবগত করে৷ একাধিক শিক্ষক দৌড়ে এসে তাদেরকে দেখতে পেলেও আটকাতে সক্ষম হয়নি৷ সন্ন্যাসী বেশধারী জনৈক ব্যক্তি সুযোগ বুঝে গা ঢাকা দেয়৷ তখন সময় বিদ্যালয়ের শিক্ষকরা সকল ছাত্র-ছাত্রীদের ডেকে শ্রেণিকক্ষে নিয়ে আসে৷
উল্লেখ্য, স্কুলের বাউন্ডারি ওয়ালের নির্মাণ কাজ চলছে৷ ফলে স্কুলের ভেতরে যে কোন সময় যে কোন লোক ঢুকে যেতে পারে৷ স্কুলের শিক্ষকেরাও ঘটনার সত্যতা স্বীকার করে বাউন্ডারি ওয়াল না থাকার বিষয়টি তুলে ধরেন৷ ছুটির পর ছাত্ররা তাদের অভিভাবকদের এই ঘটনা জানায়৷ এ দিকে ঘটনা নিয়ে অভিভাবকদের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে৷ একাধিক অবিভাবক এইসব ঘটনা জানতে পেরে শিক্ষকদের সাথে সাক্ষাৎ করেন৷ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষক অভিভাবক উভয় মহলে আতঙ্কের সৃষ্টি হয়েছে৷ কোমলমতি ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা নিয়ে শিক্ষক অভিভাবকরা দুশ্চিন্তায় পড়েছেন৷ স্কুল চত্তর এলাকায় পুলিশি টহল বাড়ানোর দাবি উঠেছে৷

