মেটেলি, ১৮ সেপ্টেম্বর (হি.স.) : জলপাইগুড়িতে চা বাগানের ডোবা থেকে এক মহিলার দেহ উদ্ধার করল মেটেলি থানার পুলিশ। রবিবার ঘটনাটি ঘটেছে মেটেলি চা বাগানের ১৭ নম্বর সেকশনে।
মৃত মহিলার নাম সোমারী মিনজ(৩৫)। বাড়ি মেটেলি চা বাগানের মালহার লাইনে। এদিন সকালে স্থানীয় লোকজন ডোবার জলে ওই মহিলার দেহ ভাসতে দেখে। খবর চাউর হতেই বহু মানুষের ভিড় হয় এলাকায়।খবর পেয়ে মেটেলি থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে নিয়ে যায়। ওই মহিলা মানসিক ভারসাম্যহীন ছিল বলে জানা যায়।দেহ ময়নাতদন্তের জন্য এদিনই জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হয়।