নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ সেপ্টেম্বর : টি এস আর জওয়ানের মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে শ্রীনগর থানা এলাকায় তীব্র চাঞ্চলের সৃষ্টি হয়েছে৷ ঘটনার বিবরণে জানা যায় রবিবার রামগতি ও মধুবনের মধ্যবর্তী এলাকার একটি রাবার বাগানের পাশে জমিতে এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজনরা৷ মৃতদহটি পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা আমতলী থানার পুলিশকে খবর দেন৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে৷ এর মধ্যেই যুবককে সনাক্ত করা সম্ভব হয়৷ নিহত যুবক টিএসআর জওয়ান বলে জানা গেছে৷ ঘটনার খবর পেয়ে আমতলী থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং সেখান থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়৷ যুবকের মৃতদেহ উদ্ধারের সংবাদ ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়৷ ঘটনার বিবরণ দিয়ে স্থানীয় সূত্র থেকে জানানো হয়েছে, শ্রীনগর থানার অন্তর্গত রামগতী রাবার বাগানের পাশে জমিতে এক টিএসআর জওয়ানের মৃতদেহ উদ্ধার হয়েছে৷ মৃত জওয়ানের নাম পরেশ মালাকার (৫৮)৷বাড়ি মধূবন রামকৃষ্ণ পল্লী৷ টিএসআর সেকেন্ড ব্যাটেলিয়ানের জম্পুইজলা ক্যাম্পে কর্মরত ছিল৷ মৃত্যু নিয়ে রহস্য তৈরি হয়েছে৷ পুলিশ প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যুজনিত মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে এটি যে হত্যাকাণ্ডের ঘটনা সে বিষয়ে অবশ্য পুলিশ এখনো কোন মন্তব্য করেনি৷ পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে৷
2022-09-18

