Durand Cup :ডুরান্ড কাপের ফাইনালে আজ মুম্বই সিটি বনাম বেঙ্গালুরু এফসি

মুম্বই, ১৮ সেপ্টেম্বর (হি.স.) : রবিবার সন্ধ্যায় ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি মুম্বই সিটি-বেঙ্গালুরু এফসি। এটিকে মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহমেডান স্পোর্টিং-কলকাতার তিন প্রধান না থাকলেও ডুরান্ড ফাইনাল নিয়ে আগ্রহ আছে সাধারণ ফুটবলপ্রেমীদের। যুবভারতী ক্রীড়াঙ্গনে ফাইনালে মূল আকর্ষণ সুনীল ছেত্রী ও রয় কৃষ্ণ। আইএসএলের দুই হেভিওয়েট দলের ফাইনাল দেখতে যুবভারতীর গ্যালারি কতটা ভরবে তা নিয়ে সন্দেহ আছে। তবে ম্যাচ জমে যাওয়ার সব উপাদান কিন্তু মজুত। সবুজ মেরুনের একটা সময়ের নয়মের মণি রয় কৃষ্ণার দিকে তাকিয়ে কলকাতার ফুটবলপ্রেমীরা।

খাতায় কলমে কিছুটা হলেও বেঙ্গালুরু এফসি-কে এগিয়ে রাখছেন বিশেষজ্ঞরা। কারণ আক্রমণভাগে রয় কৃষ্ণা ও সুনীল ছেত্রীর মত দুই তারকার উপস্থিতি। সঙ্গে গোলের পিছনে আছেন গুরপ্রীত। সন্দেশের মত ডিফেন্ডার থাকাটাও বেশ ভরসার। তবে মুম্বই এফসি-ও কিছু কম যায় না। সাতটি গোল করে মুম্বইয়ের লালিয়ানজোয়ালা চাং এখনও পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোরার ।মুম্বইয়ের ভরসা গ্রেগ স্টুয়ার্ট। ডুরান্ড চ্যাম্পিয়ন হয়েই আইএসএল শুরু করতে চান কোচ দেজ বাকিংহ্যাম। তবে মাঝমাঠ এবং আক্রমণ শক্তিশালী হলেও রক্ষণে কিছু গলদ রয়েছে। যা প্রথমে দেখিয়ে দিয়েছিল ইস্টবেঙ্গল। সেমিতে সাদা কালো ব্রিগেডের স্ট্রাইকাররা লক্ষ্যভ্রষ্ট না হলে কোনওভাবেই ক্লিনচিট রাখতে পারত না মুম্বই। এই দুর্বল জায়গাটার ফায়দা তুলতে চাইবে বেঙ্গালুরু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *