বেজিং, ১৮ সেপ্টেম্বর (হি.স.) : ভয়াবহ সড়ক দুর্ঘটনা চিনে। প্রাণ গেল অন্তত ২৭ জনের। রবিবার দক্ষিণ পশ্চিম চিনের দুর্গম পার্বত্য গুইঝাউ প্রদেশে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। বাসটিতে অন্তত ৪৭ জন যাত্রী ছিলেন। গাড়ি উলটে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। জখম আরও অন্তত ২০ জন। সঙ্গে সঙ্গে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর আপাতত সুস্থ রয়েছেন তাঁরা।
জানা গিয়েছে, গুইঝাউ প্রদেশের দুর্গম পার্বত্য এলাকায় কুইয়ানান এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ফলে উদ্ধারকর্মীদের সেখানে পৌঁছতে বেশ কিছুটা সময় লাগে। জুন মাসেও এই এলাকায় দুর্ঘটনার কবলে পড়েছিল হাইস্পিড একটি ট্রেন। সেক্ষেত্রে প্রচুর মানুষের প্রাণহানি হয়েছিল।
প্রসঙ্গত, গত মার্চে চিনের দক্ষিণ গুয়াংঝাউ প্রদেশে পাহাড়ি এলাকায় ১৩২ জন যাত্রী নিয়ে ভেঙে পড়ে বোয়িং ৭৩৭ বিমান। দুর্ঘটনায় কেউই বাঁচেননি। এবার সামনে এল চাঞ্চল্যকর তথ্য। মনে করা হচ্ছে, ইচ্ছাকৃত ভাবেই ঘটানো হয়েছিল ওই দুর্ঘটনা। দুর্ঘটনাটি যেখানে ঘটে, সেখানে রয়েছে ঘন জঙ্গল। তল্লাশি চালানোর পরে সেখানেই মেলে বিমানটির ব্ল্যাক বক্স।