আইজল, ১৭ সেপ্টেম্বর (হি.স.) : বিদেশি দুষ্প্রাপ্য দুটি বন্যপ্রাণী উদ্ধার করা হয়েছে মিজোরামে। দুষ্প্ৰাপ্য বন্যপ্ৰাণীগুলি মায়ানমার থেকে পাচার করা হয়েছে বলে সন্দেহ রাজ্য পুলিশের। বন্যপ্রাণী পাচারে জড়িত অভিযোগে দুই তস্করকে পুলিশ আটক করেছে।
মিজোরামের খাওজাল থানার অধীন তুইসেনফাই চেকগেটে শনিবার ভোররাতে বিদেশী বন্যপ্রাণী প্রজাতির ফের অবৈধ চোরাচালান ভেস্তে দিয়েছে রাজ্য পুলিশ। পুলিশের সন্দেহ বন্যপ্রাণীগুলি মায়ানমার থেকে পাচার করা হয়েছে। চেকগেটে চার চাকার একটি গাড়িতে তালাশি চালিয়ে বিদেশি প্রজাতির স্পাইডার মাঙ্কি (একটি বাচ্চা সহ মহিলা) এবং একটি ইন্দ্রি লেমুরকে তাঁরা পাচারকারীদের কবল থেকে উদ্ধার করেছেন। এর সঙ্গে আটক করা হয়েছে চাম্পাই জেলার দুই বাসিন্দা যথাক্রমে ভ্যানলালরোসিয়ামা (২৫) এবং সি লিয়ানকুঙ্গা (৫২)-কে।
উদ্ধারকৃত বন্যপ্রাণীগুলির বর্ণনা দিতে গিয়ে পুলিশ অফিসার জানান, স্পাইডার মাঙ্কি আকারে লম্বা, হুকের মতো পাতলা হাত। এতে প্রাণীটিকে গাছের ডালে দুলতে সাহায্য করে। তাঁর আরও ব্যাখ্যা, প্রজাতিটিকে স্পাইডার মাঙ্কি (মাকড়সা বানর) বলা হয় কারণ, এরা দেখতে মাকড়সার মতো এবং হাত ও পা ঝুলন্ত অবস্থায় লেজ থেকে উল্টো ঝুলে থাকে। মাকড়সা বানর বেশিরভাগ মেক্সিকো এবং বলিভিয়ার গ্রীষ্মমণ্ডলীয় রেইনফরেস্টে পাওয়া যায়।
এদিকে ইন্দ্রি লেমুর একটি প্রাথমিক লেজ বিশিষ্ট বানর। এদেরও লেজ দীর্ঘ। ইন্দ্রি লেমুর বানর মাদাগাস্কারের বনে পাওয়া যায়।
মিজোরাম পুলিশের দাবি, বন্যপ্রাণীর অবৈধ চোরাচালানের বিরুদ্ধে আমরা আমাদের অভিযান চালিয়ে যাব। কারণ তাদের সংরক্ষণ এবং সুরক্ষা আমাদের শীর্ষ অগ্রাধিকার এবং দায়িত্বগুলির মধ্যে একটি।
পুলিশ অফিসার জানান, ইতিমধ্যে উদ্ধারকৃত বিপন্ন বন্যপ্রাণী ও গাড়িকে কাস্টমস প্রিভেন্টিভ ফোর্সের কাছে হস্তান্তর করা হয়েছে।

