নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষ্যে নানা কর্মসূচি হাতে নিয়েছে কেন্দ্রীয় সরকার। তারই অঙ্গ হিসেবে শনিবার দেশে সূচনা হয়েছে রক্তদান অমৃত মহোৎসবের। এদিন সকালে দিল্লির সফদরজং হাসপাতালে রক্তদান শিবিরে অংশ নেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডঃ মনসুখ মান্ডভিয়া। রক্তদান করার পর তিনি জানিয়েছেন, মানবতার জন্য কিছু করেছি।
নিজের রক্তদানের শংসাপত্র টুইট করে তিনি জানিয়েছেন, রক্তদান মানে কাউকে জীবন উপহার দেওয়া। একজন গর্বিত রক্তদাতা হোন! আপনার রক্তদানের শংসাপত্র শেয়ার করুন এবং অন্যদেরকে মানবতার এই মহৎ কাজে যোগ দিতে অনুপ্রাণিত করুন। টুইটে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আরও জানিয়েছেন, রক্তদান – মহান দান! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে আজ থেকে শুরু হওয়া রক্তদান অমৃত মহোৎসবের অধীনে রক্তদান করেছি। প্রসঙ্গত, এদিন দিল্লির সফদরজং হাসপাতালে নার্সিং হোম সুবিধার উদ্বোধন করেছেন মনসুখ মান্ডভিয়া। এছাড়াও ভারতের স্বাস্থ্যসেবায় সফদরজং হাসপাতালের প্রজ্জ্বলিত ইতিহাস নিয়ে ‘ফুটপ্রিন্টস অন দ্য স্যান্ডস অফ টাইম’ চালু করা হয়েছে।

