নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (হি.স.) : আজ ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাঁর জন্মদিনে অভিনন্দন জানিয়েছেন তাঁর দীর্ঘায়ু কামনা করেছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা।
শনিবার নড্ডা টুইট করে লিখেছেন, “বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের শুভেচ্ছা। আপনার নেতৃত্ব ভারতের ভাগ্য ও ভবিষ্যৎকে একটি নতুন দিকনির্দেশনা দিয়েছে। স্বাধীনতার অমৃত দিবসে ‘পঞ্চ প্রাণের’ মাধ্যমে আপনি নতুন ভারতীয় চেতনাকে রূপ দিয়েছেন।আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য বৈশ্বিক মর্যাদা পেয়েছে।
বিজেপি সভাপতি বলেন, “প্রত্যেক বিজেপি কর্মী তাদের চিরন্তন ধারাবাহিকতার জন্য দৃঢ়প্রতিজ্ঞ। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে আমরা সবসময় আপনার নেতৃত্ব পেতে পারি। তুমি সফল হও, তুমি দীর্ঘজীবী হও।”
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর জন্মদিনে সারা দেশে বিজেপির পক্ষ থেকে বহু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির, রক্তদান প্রচারাভিযানসহ সেবা সংক্রান্ত সকল কর্মসূচির আয়োজন করা হয়েছে। বিজেপি কর্মীদের তরফে দেশের ১০ লক্ষ বুথে অশ্বত্থ গাছের চারা রোপণও শুরু হয়েছে।