নেপালে ভয়াবহ ভূমিধসে মৃত্যু ১৭ জনের, খোঁজ পাওয়া যাচ্ছে না ৬ জনের

কাঠমান্ডু, ১৭ সেপ্টেম্বর (হি.স.): সুদূর পশ্চিম নেপালের আছাম জেলার বিভিন্ন অংশে ভূমিধসে প্রাণ হারিয়েছেন অন্তত ১৭ জন। শনিবার দুপুর ১টা পর্যন্ত নিখোঁজ ৬ জন। আছামের ভারপ্রাপ্ত প্রধান জেলা আধিকারিক দীপেশ রিজালের মতে, তুরমাখন্দ গ্রামীণ পৌরসভা এলাকায় ভূমিধস কবলিত স্থান থেকে চারটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে, সেখানে ৫ জনের খোঁজ পাওয়া যায়নি।

একইভাবে ঢাকাই পল্লী পৌরসভার ধুঙ্গাচলনায় ভূমিধসে একজনের মৃত্যু হয়েছে। রিজাল জানান, প্রাকৃতিক দুর্যোগে এখানে একজন নিখোঁজ এবং আরও পাঁচজন আহত হয়েছেন। রিজাল আরও জানান, কামালবাজার পৌরসভার দুঙ্গালায় ভূমিধসে পাঁচজনের মৃত্যু হয়েছে ও একজন আহত হয়েছেন। একইভাবে কমলবাজার পৌরসভার হাতীবাঞ্জায় ভূমিধসে সাতজন নিহত ও সাতজন আহত হয়েছেন। বিগত তিন দিন ধরে টানা বৃষ্টির কারণে আছামে বিদ্যুৎ ও সড়ক পরিষেবা ব্যাহত হয়েছে এবং জনজীবন মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে।