Judo:পশ্চিম জেলা স্কুল সাঁতার, জুডো সম্পন্ন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর।। অনুষ্ঠিত হলো পশ্চিম জেলা স্কুল সাঁতার এবং জুডো প্রতিযোগিতা। বাধারঘাটের রাইমা সুইমিং পুলে সাঁতার এবং ইন্ডোর হলে হয় জুডো প্রতিযোগিতা। পশ্চিম জেলা স্কুল স্পোর্টস বোর্ডের উদ্যোগে। সকালে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার সভাধিপতি অন্তরা সরকার দেব,ক্রীড়া দপ্তরের অধিকর্তা সুবিকাশ দেববর্মা,প্রাক্তন ক্রীড়া আধিকারিক স্বপন সাহা এবং ক্রীড়া দপ্তরের ওয়াই পি ও কৃষ্ণ কান্ত ভট্টাচার্য। স্বাগত ভাষন রাখেন পশ্চিম জেলা স্কুল স্পোর্টস বোর্ডের যুগ্ম সচিব অপু রায়। সাঁতারে ৫২ জন এবং জুডোতে ৫৮ জন প্রতিযোগি অংশ নেয়। আসর শেষে পশ্চিম জেলার দল গঠন করা হয় । 

ঘোষিত দল:‌ জুডো:‌ অনূর্ধ্ব-‌১৪ (‌বালক)‌ ঈশান দে, রাজবীর দাস, রাকেশ দেববর্মা (‌বালিকা):‌ রাবিনা দেববর্মা, স্নেহা দেববর্মা,সুরভি কাইপেং,খুমশা দেববর্মা, স্নিগ্ধা রায়, মনিষা দেববর্মা, অনূর্ধ্ব-‌১৭ (‌বালক)রিপন সাহা, রহিম ত্রিপুরা, সাহিল দেববর্মা,কাচুক দেববর্মা, উত্তম সরকার, (বালিকা)রোজামি মলশুম, ‌জিমি দেববর্মা, খুমপুই দেববর্মা, ঋত্বিকা পাল, মৌসুমী দেবনাথ, অনূর্ধ্ব-‌১৯ (‌বালক)ব্যাঞ্জামিন কাইপেং, নয়নজিৎ চাকমা, ইমন দেববর্মা, হৃদয় সরকার, অভিজিৎ শীল, শায়ন রায়, অঙ্কিত বনিক, সাজন দে, (‌বালিকা) বিশ্ব লক্ষ্মী ত্রিপুরা। সাঁতার (‌বালক)‌‌‌ অনিকেত বৈদ্য, অর্ঘদ্বীপ দেব,অর্ণব দেব, ঠাকুর চাঁন দেব, অর্ঘজিৎ দাস, ক্রিশ সাহা, অনিকেত সাহা, বিপ্রজিৎ সেনগুপ্ত, রাজদীপ ভৌমিক, সপ্তদীপ দাস, মেঘনীল দত্ত বিশ্বাস,শুভ্রনীল দেবনাথ,মেঘরাজ দত্ত, অপূর্ব দাস, আধিনাথ দাস, (বালিকা)‌বিধিতা রায় চৌধুরি, দেবাংশী ভট্টাচার্য, তানিয়া দেব, পায়েল কুমারী মাথু, নিশিতা চক্রবর্তী,ভাব্যা রক্ষিত, অন্বেষা পাল,শায়ন্তিকা দে, পূর্ণিমা দাস, অন্বেষা দাস, অক্ষরা সরকার এবং অদ্রিতা দত্ত।