ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর।। রাজ্য টেনিস কমপ্লেক্স, মালঞ্চ নিবাসের পাশাপাশি দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত টিটিএ এশিয়ান র্যাঙ্কিং জুনিয়র (অনূর্ধ্ব ১৬) টেনিস টুর্নামেন্ট ২০২২-এ অবাছাই হরিথা শ্রী ভেঙ্কটেশ অনূর্ধ্ব ১৬ গার্লস সিঙ্গেলস বিভাগে ফাইনালে প্রবেশ করেছে। সেমিফাইনাল লড়াইয়ে তামিলনাড়ুর ভেঙ্কটেশ, চণ্ডীগড়ের ইশিতা মিধাকে পরাজিত করতে খুব বেশি সময় নেননি, সরাসরি ৬-১, ৬-৪-এ জয়ী হতে। ভেঙ্কটেশ আগামীকাল ফাইনালে শীর্ষ বাছাই পশ্চিমবঙ্গের ঋতুজা সাহার মুখোমুখি হবে। আজ, শুক্রবার অনুষ্ঠিত সেমিফাইনালে ঋতুজা সাহা, উড়িষ্যার কৃষ্ণ রাজকে ৬-১, ৬-৩ সেটে পরাজিত করেছে।
বয়েজ সিঙ্গলস অনূর্ধ্ব ১৬ ক্যাটাগরির সেমিফাইনালে, কর্নাটকের তনুশ ঘিলদয়াল আনসিডেড হয়ে ফাইনালে উঠেছিলেন কারণ তিনি দিল্লির আশ্রাব্য মেহরার বিরুদ্ধে দীর্ঘ ৩-৬,৬-৪, ১০-৪ এ জয়ী হয়। ঘিলদয়াল আগামীকাল ফাইনালে ছত্তিশগড়ের ৭ম বাছাই সম্প্রিত শর্মার সাথে লড়বে। সম্প্রীত শর্মা, দক্ষ কাপুরকে সরাসরি ৬-২, ৬-৩ ব্যবধানে পরাজিত করে ফাইনালের ছাড়পত্র পায়। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ সহ সমাপনী অনুষ্ঠান আগামীকাল বিকেল সাড়ে তিনটায় স্টেট টেনিস কমপ্লেক্স, মালঞ্চ নিবাসে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বাংলাদেশ সরকারি হাইকমিশনার অফিসের প্রথম সচিব রেজাউল হক চৌধুরী, সিআরপিএফ ডিআইজি বিজয় কুমার প্রমূখ।