কলকাতা, ১৬ সেপ্টেম্বর (হি.স.): অবশেষে নীল-সাদা রোদ ঝলমলে আকাশের দেখা মিলল তিলোত্তমায়। বিগত ২৪ ঘন্টার মধ্যেই আবহাওয়ার আমূল পরিবর্তন হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। রোদ উঠলেও কলকাতায় খুব বেশি বাড়েনি তাপমাত্রার পারদ, শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে মাত্র এক ডিগ্রি কম। এদিন মহানগরীর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম।
গত রবিবার থেকে বৃষ্টিতে ভিজছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। নিম্নচাপের জন্য হওয়া সেই বৃষ্টি বুধবার থেকে থামলেও, মৌসুমি অক্ষরেখার প্রভাবে বৃহস্পতিবারও বৃষ্টি হয়েছিল কোথাও কোথাও। এরপর শুক্রবার সকাল থেকেই দেখা মিলল রোদ ঝলমলে আকাশের। আবহবিদরা জানিয়েছেন, কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। এই পরিস্থিতিতে আগামী ২৪ ঘণ্টার মধ্যেই বঙ্গোপসাগরে সূচনা হতে পারে ঘূর্ণাবর্তের। আর তা যদি হয়, তবে মহালয়ার আগের শেষ সপ্তাহেও ভারী বৃষ্টি হতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে।
বিঘ্ন ঘটতে পারে পুজোর শেষ মুহূর্তের প্রস্তুতিতে, পুজোর কেনাকাটাতেও বিঘ্ন ঘটাতে পারে বৃষ্টি। দেবীপক্ষ শুরু হতে আর খুব বেশি দিন বাকি নেই, মাত্র ৮ দিন বাকি। কলকাতার বহু মণ্ডপ তৃতীয়া কিংবা চতুর্থীতেই খুলে দেওয়া দর্শকদের জন্য। ফলে কলকাতা-সহ গোটা রাজ্যে এখন পুজোর তোড়জোড় তুঙ্গে। কিন্তু, পুজোর প্রস্তুতিতে বিঘ্ন ঘটাতে পারে বৃষ্টি, নতুন করে ঘূর্ণাবর্তের পূর্বাভাস আশঙ্কার মেঘ জমাল।