কলকাতা, ১৫ সেপ্টেম্বর (হি. স.) : নবান্ন অভিযানে পুলিশের মারধরের অভিযোগের পাশাপাশি টাকা উদ্ধারকাণ্ডেও বিজেপি বিধায়কদের সরব হতে নির্দেশ দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
পরে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘‘শতাধিক তৃণমূল বিধায়ক চোরেদের বিরুদ্ধে স্লোগানে আমাদের সঙ্গে গলা মিলিয়েছেন। শাসক শিবিরের বিধায়করা বিরোধীদের আনা প্রস্তাব রাজ্য বিধানসভায় সমর্থন করেছেন। এ ঘটনা দেশের কোনও বিধানসভা, লোকসভায় আগে ঘটেনি।’’
বিধানসভায় এদিন বিজেপির মুলতুবি প্রস্তাব নিয়ে তাঁর আরও সংযোজন, ‘আমাদের মুলতুবি প্রস্তাব পড়তে দেওয়া হয়নি।’ তবে এতেই যে তাঁরা থামবেন না, সেটা স্পষ্ট। তিনি জানিয়েছেন, ৪ তৃণমূল নেতার বিরুদ্ধে নথি তুলে ধরা হবে।