আহমেদাবাদ, ১৪ সেপ্টেম্বর (হি.স.): ফের পাকিস্তানি নৌকা পাকড়াও করল উপকূলরক্ষী বাহিনী, গুজরাট এটিএস ও উপকূলরক্ষী বাহিনীর যৌথ অভিযানে ভারতীয় জলসীমা থেকে পাকড়াও করা হয়েছে একটি পাকিস্তানি নৌকাকে। ৪০ কেজি মাদক নিয়ে পাকিস্তানের ওই নৌকাটি ভারতীয় জলসীমায় দাঁড়িয়ে ছিল। ৪০ কেজি মাদকের বর্তমান মূল্য ২০০ কোটি।
ভারতীয় জলসীমার কাছাকাছি দাঁড়িয়ে থাকা পাক নৌকাাটিকে পাকড়াও করলে সেখান থেকে ৬ জনকে আটক করা হয়। এই মুহূর্তে ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। পাক নৌকা থেকে যাদের আটক করা হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ করে কী কী তথ্য সামনে আসে, সেদিকে তাকিয়ে এটিএস ও উপকূলরক্ষী বাহিনী। উপকূলরক্ষী বাহিনী ও গুজরাট এটিএস যৌথ অভিযান চালিয়ে ভারতীয় জলসীমার ৬ মাইল ভিতরে একটি পাকিস্তানি নৌকাকে আটক করে, ওই নৌকা থেকে ২০০ কোটি টাকা মূল্যের ৪০ কেজি মাদক বাজেয়াপ্ত করা হয়েছে। গুজরাটের জাখাউ উপকূলে ৩৩ নটিক্যাল মাইল দূরে উপকূলরক্ষী বাহিনীর দু’টি ফাস্ট অ্যাটাক বোট পাকিস্তানি নৌকাকে ঘিরে ধরে।

