তেলিয়ামুড়া, ১৩ সেপ্টেম্বর : মাত্র কয়েক হাজার টাকার বিলিতি মদ বাজেয়াপ্ত করে তেলিয়ামুড়া থানার ওসি বাহবা নিতে চাইছেন ঠিক তখনই মুঙ্গিয়াকামী থানার ওসি কয়েক লক্ষ টাকার অবৈধ গাজা বাজেয়াপ্ত করল বহিঃরাজ্যের একটি গাড়ি থেকে৷ ঘটনা, মুঙ্গিয়াকামী থানাধীন ৪১ মাইল এলাকায় মঙ্গলবার সন্ধ্যা রাতে৷ সাংবাদে জানা যায়, মুঙ্গিয়াকামী থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে একটি কন্টেইনার গাড়িকে ৪১ মাইল এলাকায় আটক করে এবং গাড়িটিতে তল্লাশি চালিয়ে পুলিশ ৫১ টি প্যাকেটে মোট ৩৮৭ কেজি অবৈধ শুকনো গাজা উদ্ধার করে৷ সঙ্গে আটক করা হয় গাড়িতে থাকা বহিঃরাজ্যের গাড়ির চালক ও সহচালককে৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনা চরণ জমাতিয়াকে এবং গাঁজা আটক হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক৷ পরবর্তীতে মুঙ্গিয়াকামী থানার পুলিশ গাঁজা সহ আটক গাড়িটিকে নিয়ে যায় মুঙ্গিয়াকামী থানায়৷ বহিঃরাজ্যের ওই কন্টেইনার গাড়ি থেকে আটককৃত গাঁজাগুলির বাজার মূল্য আনুমানিক প্রায় ৫ লক্ষাধিক টাকা হতে পারে বলে জানা গেছে এবং গাড়ি থেকে আটক গাঁজা পাচার কাণ্ডের সঙ্গে জড়িত ওই দুই যুবকের নাম যথাক্রমে রাজা কুমার যাদব ও সহ চালক অমিত কুমার যাদব৷ উভয়ের বাড়ি বিহারের লাভপুরে৷ বর্তমানে মুঙ্গিয়াকামী থানার পুলিশ ওই দুই যুবককে জোর জিজ্ঞেসাবাদ চালাচ্ছে৷ এখন প্রশ্ণ! যখন তেলিয়ামুড়া থানার ওসি মাত্র কয়েক হাজার টাকার বিলিতি মদ বাজেয়াপ্ত করে বাহবা নিতে চাইছেন ঠিক তখনই মুঙ্গিয়াকামী থানার ওসির বহিঃরাজ্যের কন্টেইনার গাড়ি থেকে কয়েক লক্ষ টাকার অবৈধ গাঁজা বাজেয়াপ্ত করার ঘটনা রীতিমতো প্রশ্ণচিহ্ণের জন্ম দিচ্ছে? আগামী দিনেও মুঙ্গিয়াকামী থানা পুলিশের এরকম অভিযান জারি থাকবে বলেও জানায় তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক৷
2022-09-13