ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ সেপ্টেম্বর।। ত্রিপুরা টেনিস এসোসিয়েশন আয়োজিত এশিয়ান জুনিয়র রেংকিং টুর্নামেন্ট বেশ জমজমাট পর্যায়ে চলছে। আগামীকাল থেকে শুরু হচ্ছে এর কোয়ার্টার ফাইনাল ম্যাচ। আগামীকাল সকাল ৮ টায় প্রথম কোয়ার্টার ফাইনালে রুবানি সিধু ও ইশিতা মির্ধা পরস্পরের মুখোমুখি হবে। আনসিডেড রুবানী কৌর সিধু আজ চমকপ্রদ জয় পেয়েছে। হারিয়েছে চতুর্থ বাছাই পশ্চিমবঙ্গের তানিশা রায়কে। এশিয়ান রেংকিং জুনিয়র অনূর্ধ্ব ১৬ বালিকা বিভাগের প্রতিযোগিতায় প্রি-কোয়ার্টার ফাইনালে রুবানী কৌর সিধু ৬-৪, ৬-৩ সেটে দুর্দান্ত জয় ছিনিয়ে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেছে। অপর প্রি- কোয়ার্টার ফাইনাল ম্যাচ থেকে ঈশিতা মির্ধা দুর্দান্ত জয় পেয়েছে। হারিয়েছে আদ্রিকা পটনায়েক-কে ৬-০, ৬-৩ সেটে। এই জয়ের সুবাদে ঈশিতা মির্ধা কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেছে। উল্লেখ্য, ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশন আয়োজিত আট দিনব্যাপী এই এশিয়ান জুনিয়র অনূর্ধ্ব ১৬ বালক বালিকা টেনিস টুর্নামেন্ট চলছে মালঞ্চ নিবাস টেনিস কমপ্লেক্স এবং বাধারঘাটে টেনিস কোর্টে। ফাইনাল ম্যাচ হবে ১৭ সেপ্টেম্বর।
2022-09-13