আগরতলা, ১৩ সেপ্টেম্বর : ভাড়া বাড়ি থেকে উদ্ধার এক যুবকের মৃতদেহ৷ ঘটনা মঙ্গলবার রাজধানীর নেতাজী চৌমুহনী এলাকায়৷ মৃত যুবকের নাম নীলদীপ ভট্টাচার্য(৪০)৷ খবর পেয়ে ঘটনাস্থলে পশ্চিম থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে৷ মৃত্যুর কাবণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে এলাকাবাসীদের মধ্যে৷
ঘটনার বিবরণে প্রকাশ, গত ২ মাস আগে নেতাজী চৌমুহনী এলাকায় ভাড়া বাড়িতে এসেছে ওই যুবক৷ পরিবার সুত্রে জানা গেছে রাজধানীর কের চৌমুহনী এলাকার তার নিজ বাড়ি ছিল৷ তবে বাড়ি ঘর বিক্রি করার পড়েই ওই বাড়িতে ভাড়া থাকছে সে৷ মঙ্গলবার সকালে অনেকক্ষণ ধরে দরজা না খোলায় বাড়ীর মালিক ডাকাডাকি শুরু করলেও কোনও উত্তর পাওয়া যায়নি৷ শেষ পর্যন্ত দরজা ভেঙ্গে দেখা যায় বিছানায় অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে নীলদীপ৷
খবর দেওয়া হয় পশ্চিম থানায়৷ ঘটনাস্থলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে৷ তবে ওই যুবকের ঘরে বেশ কিছু খালি মদের বোতল পাওয়া গেছে৷ ধারনা করা হচ্ছে অতিরিক্ত মদ্যপান করেছিল সে গত রাতে৷ তবে ময়নাতদন্তের পড়েই মৃত্যুর আসল কারণ বেরিয়ে আসবে৷