কলমচৌড়ায় চুরি, বিরোধীদের ষড়যন্ত্র বললেন শাহ আলম

বক্সনগর, ১৩ সেপ্টেম্বর : সম্প্রতি রাজ্যের বিভিন্ন জায়গায় চুরি ডাকাতির কান্ড উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে৷ আর এই সমস্ত চুরি কান্ডের ফলে সাধারণ মানুষ এক দিকে যেমন প্রশাসনের ব্যর্থতার দিকে আঙুল তোলছেন, অপরদিকে প্রশাসনের উপর আস্থা হারিয়ে রাত জেগে পাহারা দিয়ে নিজেদের নিরাপত্তার দায়িত্ব নিজেরাই নিয়ে নিচ্ছেন৷ কিন্তু ঘটতে থাকা এই সমস্ত চুরি কান্ডে নিজেদের প্রশাসনিক দুর্বলতাকে ঢাকতে এবারে ময়দানে নেমেছেন ধনপুরের জন বর্জিত নেতা তথা শাসক দলের রাজ্য সংখ্যালঘু মোর্চার সভাপতি শাহালম মজুমদার৷ উল্লেখ্য, সোমবার রাতে কলমচৌড়া থানাধীন কলসীমুড়া পঞ্চায়েত এলাকায় একই রাতে দুটি বাড়িতে চুরির ঘটনা সংগঠিত হয়৷ এলাকার শাসক দলের স্থানীয় নেতৃত্ব শান্তি বিশ্বাসের বাড়ি থেকে দুটি গরু এবং এই গ্রামেরই বাসিন্দা মলিন দেবনাথের বাড়ি থেকে একটি দামি মোবাইল সহ প্রায় ৩৪ হাজার টাকা চুরি করে নিয়ে যায় বলে খবর৷ তবে এই চুরির ঘটনার খবর পেয়ে মঙ্গলবার দুজনের বাড়িতে ছুটে গেলেন শাহালম৷ তাদের কাছ থেকে সম্পূর্ণ ঘটনা শুনেন তিনি৷ এবং স্থানীয় কলমচৌড়া থানায় গিয়ে সেখানে দায়িত্বে থাকা অফিসারদের সাথে এবং বর্তমানে ছুটিতে থাকা থানার ওসির সাথে মোবাইলের মাধ্যমে এমনকি এসডিপিও’র সাথে কথা বলেন তিনি৷ চুরি কান্ডে জড়িতদের তদন্তের মাধ্যমে চিহ্ণিত করে তাদের গ্রেপ্তারের কথা বলেন৷ তবে অবাক করার বিষয় হলো, চুরির ঘটনার কোনো রকমের তদন্ত ছাড়াই ঘটনার পেছনে সম্পূর্ণ ভাবে বিরোধীদের ষড়যন্ত্র বলে দাবি করেন শাহ আলম৷ তিনি আরো বলেন, তার দলের কার্যকারিতা সহ নেতৃত্বদের স্বচ্ছ ভাবমূর্তিকে জনমনে হেয় করার লক্ষ্যেই এইসব বিরোধী দলের গভীর চক্রান্ত৷ এই ক্ষেত্রে শাহ আলম তার দলের লোকেদেরকে স্বচ্ছতার সার্টিফিকেট দিয়ে দিলেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *