কলকাতা, ১৩ সেপ্টেম্বর (হি. স.) : বিজেপির নবান্ন অভিযানকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার খড়গপুরের দলীয় বৈঠকে তিনি বললেন, প্রচারের আলোয় আসার জন্য গেরুয়া শিবির এসব করে। গুরুত্ব দেওয়ার দরকার নেই। পাশাপাশি নন্দীগ্রামে গণআন্দোলন জোরদার করারও বার্তা দেন তিনি।
খড়গপুরের দলীয় বৈঠকে বিজেপির নবান্ন অভিযান নিয়ে প্রতিক্রিয়া দেন তৃণমূলনেত্রী। বলেন,”বিজেপির নবান্ন অভিযানে লোক হয়নি। প্রচারের আলোয় আসার জন্য ওরা এগুলো করে। ওদের বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই।”এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আটক নিয়েও তীব্র কটাক্ষ করেছে তৃণমূল। তাঁর আটকের ভিডিও পোস্ট করে তৃণমূল লিখেছে, “৫৬ ইঞ্চির চওড়া ছাতির মডেল ধরা পড়ে গিয়েছে।” সেই ভিডিও টুইট করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনটি হাসির ইমোজি পোস্ট করেন।