কলকাতা, ১৩ সেপ্টেম্বর (হি. স.) : বিজেপির নবান্ন অভিযান ঘিরে রণক্ষেত্রের চেহারা বিভিন্ন প্রান্তে।এই অবস্থায় গাড়িতে আগুন, পুলিশকে ইট টিএমসি-র কাজ বলে টুইটারে দাবি করলেন অমিত মালব্য।
এদিন সময় গড়ানোর সাথে সাথে ঝাঁঝ বেড়েছে আন্দোলনের। এই আবহেই মমতা সরকারকে সামাজিক মাধ্যমে একহাত নিলেন অমিত মালব্য। ট্যুইটারে তিনি লিখেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর পরিবারের রাজ্যের সম্পদের লাগামহীন লুঠের বিরুদ্ধে জেগে উঠছে বাংলা। নেতৃত্ব দিচ্ছে বিজেপি, মমতা এবং তাঁর স্বৈরাচারী শাসনকে ক্ষমতাচ্যুত করার এই আন্দোলন এখন গণ আন্দোলনে পরিণত হয়েছে। উনি কল্পনা করারও আগে তা হয়ে যাবে।”