নবান্ন অভিযানে পুলিশি হামলার অভিযোগ, স্বরাষ্ট্র সচিবের রিপোর্ট তলব হাই কোর্টের

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (হি. স.) : বিজেপির নবান্ন অভিযানে পুলিশি হামলার অভিযোগের প্রেক্ষিতে রাজ্যের স্বরাষ্ট্র সচিবের রিপোর্ট তলব করল কলকাতা হাই কোর্ট।

বিজেপি এবং রাজ্য সরকারের আইনজীবীর বক্তব্য শোনার পরে মঙ্গলবার সন্ধ্যায় প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, আগামী সোমবারের (১৯ সেপ্টেম্বর) মধ্যে এই ঘটনার রিপোর্ট দিতে হবে স্বরাষ্ট্রসচিবকে। এদিন সন্ধ্যায়, লালবাজার থেকে ছাড়া পাওয়ার পরে শুভেন্দুবাবু বলেন, ‘‘হাই কোর্টের নির্দেশ অমান্য করে আমাকে পুলিশ গ্রেফতার করেছে। এর বিরুদ্ধে ফের আবেদন জানাব আদালতে।’’

বিজেপির সুবীর স্যানাল এবং সুস্মিতা সাহা দত্তের দ্রুত শুনানির আবেদন গ্রহণ করে মঙ্গলবার বিকেলে মামলা দাখিল করার অনুমতি দেন প্রধান বিচারপতি। বিজেপির তরফে প্রাথমিক অভিযোগ শোনার পরে বিকেল ৫টা পর্যন্ত শুনানি মুলতুবি ঘোষণা করে প্রধান বিচারপতির বেঞ্চ। ৫টার পরে ফের শুরু হয় শুনানি।

রাজ্যের তরফে সওয়াল করতে গিয়ে অ্যাডভোকেট জেনারেল (এজি) সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় আদালতে বলেন, ‘‘বিজেপির কর্মসূচির নাম ‘নবান্ন অভিযান’। নবান্নের চারিদিকে ১৪৪ ধারা জারি রয়েছে। ফলে সেখানে অবৈধ জমায়েত বা মিছিলে পুলিশ বাধা দেবে সেটাই স্বাভাবিক। আন্দোলনকারীদের পুলিশ বার বার পিছিয়ে যেতে বলেছে।’’

পাশাপাশি, বিজেপির আইনজীবীদের ‘শান্তিপূর্ণ আন্দোলনের যুক্তি’ খারিজ করে তিনি বলেন, ‘‘শান্তিপূর্ণ মিছিলের কথা বলা হচ্ছে। প্রচুর সরকারি সম্পত্তি নষ্ট হয়েছে। ইট ছোড়া হয়েছে। কলকাতার এমজি রোড, হাওড়া-সহ বিভিন্ন জায়গায় ভাঙচুর হয়েছে। রাস্তার বাতিস্তম্ভ, পুলিশের কিয়স্ক ভেঙে ফেলা হয়েছে। এখনও পর্যন্ত ৫০ জনেরও বেশি পুলিশ কর্মী আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। আক্রান্ত হয়েছে অনেক বেশি পুলিশ। এটাই কি শান্তিপূর্ণ মিছিলের নমুনা? শান্তি বজায় রাখার জন্যই পুলিশ আটক করেছে।’’

তখন সুবীর এবং সুস্মিতা আদালতের কাছে জানতে চান, কেন আটক করা হল বিজেপি কর্মীদের? তাঁদের অভিযোগ, যে এলাকার জন্য বিজ্ঞপ্তি জারি করেছিল হাওড়া পুলিশ। সেই এলাকায়ই তো মিছিল প্রবেশই করতে পারেনি। আটক তখনই করা যায় যখন ওই এলাকায় প্রবেশ করা হবে। এখানে তো কেউ যেতেই পারেনি। তাঁদের যুক্তি, তিনটি ট্রেন ভাড়া করে কর্মী-সমর্থকরা আসছিলেন কোথায় কিছু হয়নি। এখানেই কেন ঘটল তা-ও দেখা দরকার। আমরা জানি কী ভাবে সরকারি সম্পত্তির যত্ন নিতে হয়।’’

এর পর প্রধান বিচারপতির বেঞ্চ এজির কাছে জানতে চায়, রাজ্য দফতরে পুলিশ ঢুকে হামলা চালানোর যে অভিযোগ উঠেছে রাজ্য এ নিয়ে কী বলবে? ঘটনা নিয়ে সোমবারের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার জন্য রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে নির্দেশ দেন তাঁরা। আটক প্রত্যেককে ব্যক্তিগত বন্ডে ছেড়ে দেওয়া হবে আদালতকে আশ্বস্ত করেন এজি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *