ফের অস্বস্তিতে নীতীশ, দমন ও দিউতে জেডি (ইউ)-র ১৫ জন পঞ্চায়েত সদস্য যোগ দিয়েছেন বিজেপিতে

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (হি.স.): আরও একবার অস্বস্তি বাড়ল বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের। নীতীশ কুমারকে অস্বস্তিতে ফেলে দমন ও দিউতে জেডি(ইউ)-র ১৫ জন পঞ্চায়েত সদস্য বিজেপিতে যোগ দিয়েছেন।

একটি টুইটে বিজেপি জানিয়েছে, জেডি(ইউ)-র ১৭ জন জেলা পঞ্চায়েত সদস্যের মধ্যে ১৫ জন বিজেপিতে যোগ দিয়েছেন। জেডি (ইউ) গোটা রাজ্য ইউনিট নীতীশ কুমারের এনডিএ ছাড়ার সিদ্ধান্তের বিরুদ্ধে বিজেপিতে যোগ দিয়েছে। এর আগে মণিপুর এবং অরুণাচল প্রদেশের কিছু জেডি(ইউ) নেতাও দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। নীতীশ এনডিএ ছাড়ার পর বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর একের পর এক রাজ্যে ধাক্কা খাচ্ছেন।