ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ সেপ্টেম্বর।। প্রথম রাউন্ডের খেলা শেষ হয়েছে। একদিন বিরতি কাটানোর পর ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে দ্বিতীয় রাউন্ডের খেলা। পানিসাগরে ফুটবল টুর্নামেন্ট এখন জমজমাট পর্যায়ে। প্রথম রাউন্ডের অন্তিম ম্যাচে আজ, মঙ্গলবার সাইপুই বুয়াল ফুটবল ক্লাব ন্যূনতম বলে জয় পেয়েছে। হারিয়েছে দানু ফুটবল ক্লাবকে। প্রথমার্ধেই বিজয়ী দল জয় সূচক গোলটি পায়। খেলার ১০ মিনিটের মাথায় সাইপুই বুয়াল এবং.সি-র থা়ংলিয়ামা ডারলং-এর গোলে লিড নেয় সাইপুই বুয়াল এফসি। দ্বিতীয়ার্ধে দুদলের মধ্যে পরস্পর বিরোধী হাড্ডাহাড্ডি লড়াই এর পরও কোন দল গোল করতে পারেনি। প্রথমার্ধে থা়ংলিয়ামার গোলটি জয় সূচক গোলের রূপ নেয়। ম্যাচ পরিচালনা করেন রেফারি তাপস দেবনাথ। সবশেষ ন্যূনতম বলে জয়ী হয়ে সাইপুই বুয়াল এফসি দ্বিতীয় রাউন্ড উন্নীত হয়েছে।
2022-09-13