ইলামবাজারে ছাত্র খুনের ঘটনা পুনঃনির্মাণ, খতিয়ে দেখছে পুলিশ

কলকাতা, ১২ সেপ্টেম্বর (হি. স.) : ইলামবাজারে ছাত্র খুনের রহস্যের কিনারা করতে ঘটনার পুনঃনির্মাণ করাল পুলিশ। সোমবারই শেখ সালাউদ্দিনের খুনের অন্যতম অভিযুক্ত শেখ সলমনকে ইলামবাজারে চৌপাহারি জঙ্গলে নিয়ে গিয়ে ঘটনার পুনঃনির্মাণ করায় ইলামবাজার থানার পুলিশ।

ফরেন্সিক দলও এদিন চৌপাহারি জঙ্গলে যায় এবং যেখানে সালাউদ্দিনের দেহ পড়েছিল, সেখান থেকে নমুনা সংগ্রহ করে। ওই জায়গা থেকে পরে চারটি গ্লাস, মদের বোতল, বিরিয়ানির প্যাকেট, ও চিপসের প্যাকেট উদ্ধার হয়েছে। সেগুলিরও নমুনা সংগ্রহ করেন তদন্তরকারীরা। অন্যদিকে, এদিনই শেখ সলমনকে আদালতে পেশ করা হয়।

এদিন চৌপাহারি জঙ্গলে শেখ সালাউদ্দিনের খুনের ঘটনার পুনঃনির্মাণ করালেও বিষয়টি নিয়ে এখনই মুখ খুলতে নারাজ পুলিশ। গলার নলি কেটেই সালাউদ্দিনকে খুন করা হয়েছে কিনা সে বিষয়ে মুখ খোলেনি পুলিশ। তদন্তের স্বার্থেই আপাতত বিষয়টি নিয়ে কিছু বলা যাবে না বলে তদন্তকারীরা জানিয়েছেন।

তবে সালাউদ্দিন খুনের ঘটনায় আর কারা জড়িত রয়েছে, কেন তাঁকে খুন করা হল, সে বিষয়ে বিস্তারিত জানতে সলমনকে জেরা করতে চায় পুলিশ। তাই এদিন সলমনকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় ইলামবাজার থানার পুলিশ।

এদিকে, শেখ সালাউদ্দিনকে খুন করার কথা স্বীকার করে নিয়েছে শেখ সলমন। পুলিশি জেরার মুখেই সে তার অপরাধ কবুল করেছে। ৩০ লাখ টাকার জন্যই সালাউদ্দিনকে খুন করেছে বলে জানিয়েছে সলমন। তবে আর অন্য কোনও কারণ আছে কিনা তা খতিয়ে দেখতে চায় পুলিশ।

সলমনের সঙ্গে কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাও এখনও স্পষ্ট নয়। সলমনকে জেরা করেই এই সমস্ত প্রশ্নের জবাব মিলবে বলে মনে করছেন গোয়েন্দারা। তাই এদিন সলমনকে বোলপুর আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় ইলামবাজার থানার পুলিশ।