কলকাতা,১২ সেপ্টেম্বর (হি. স.): গত কয়েকদিন ধরেই শহর জুড়ে শুরু হয়েছে একটানা বৃষ্টিপাত । সেই তালিকা থেকে রেহাই নেই সপ্তাহের শুরুর দিনও। নিম্নচাপের জেরে সোমবার সকাল থেকেই একটানা বৃষ্টিতে জলমগ্ন শহরতলীর বিভিন্ন জায়গা ।
আবহাওয়া দফতরের তরফে আগেই পূর্বাভাস দেওয়া হয়েছিল উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে দুর্যোগ চলতে পারে বুধবার পর্যন্ত । বিভিন্ন জেলায় দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে । সেই মতই সোমবার সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টিপাত ।একটানা বৃষ্টির জেরে জল জমে গিয়েছে সেন্ট্রাল এভিনিউ থেকে,কলেজস্ট্রিট সহ কালীঘাটের বিভিন্ন জায়গায় । যার জেরে ব্যস্ত সময়ে যানজটে সাধারণ মানুষ ।