হই-হট্টগোলের মধ্য দিয়ে অসম বিধানসভার শরৎকালীন অধিবেশন শুরু

গুয়াহাটি, ১২ সেপ্টেম্বর (হি.স.) : প্রচণ্ড হই-হট্টগোলের মধ্য দিয়ে অসম বিধানসভার শরৎকালীন অধিবেশন শুরু হয়েছে আজ। আজ সোমবার প্ৰথম দিন বিরোধী কংগ্ৰেস, এআইইউডিএফ, সিপিআইএম-এর বিধায়করা নানা প্রশ্ন তুলে হুলস্থুল পরিবেশের সৃষ্টি করেন।

প্ৰশ্নোত্তর পর্ব চলাকালীন রাজ্যের প্রাথমিক বিদ্যালয়ে ইংরেজি মাধ্যম বিতৰ্ক প্রসঙ্গে কংগ্ৰেস, সিপিআইএম-এর বিধায়ক মনোরঞ্জন তালুকদার এবং শিবসাগরের নির্দল (রাইজর দল) বিধায়ক অখিল গগৈ সদন মুলতুবি রাখার প্ৰস্তাব আনেন। অন্যদিকে এআইইউডিএফের বিধায়করা মাদ্রাসা উচ্ছেদের বিষয় নিয়ে আলোচনা করতে সদন মুলতুবি রাখার প্ৰস্তাব আনেন।

তবে বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারি বিরোধীদের এই প্ৰস্তাব মেনে না নিয়ে অন্য একদিন সদনে এ সব বিষয়ে আলোচনা করা যাবে বলেন। অধ্যক্ষের এই অবস্থানে কংগ্ৰেস, এআইইউডিএফ, সিপিআইএম এবং রাইজর দলের বিধায়করা শোরগোল তুলে হুলুস্থুল পরিবেশের সৃষ্টি করেন। শিবসাগরে বিধায়ক অখিল গগৈ এবং সরভোগের সিপিআইএম বিধায়ক মনোরঞ্জন তালুকদার অধ্যক্ষের ওয়েলের সামনে গিয়ে প্ৰতিবাদ জানান। কংগ্ৰেসে বিধায়করা হাতে হাতে প্ল্যা-কাৰ্ড নিয়ে সদনের ভিতরে প্ৰতিবাদ জানাতে থাকেন। পরিস্থিতি সামাল দিতে ১০ মিনিটের জন্য সদন মুলতুবি রাখেন অধ্যক্ষ দৈমারি।

এদিকে ১০ মিনিট পর সদনের কার্যক্রমণিকায় অংশগ্ৰহণ করন কংগ্ৰেস, এআইইউডিএফ, সিপিআইএম ও রাইজর দলের বিধায়করা। অসমীয়া মাধ্যমের বিদ্যালয়ে বিজ্ঞান এবং অঙ্ক বিষয়ে ইংরেজি মাধ্যমে পঠন-পাঠন হবে, সরকারের এই সিদ্ধান্তের তীব্ৰ বিরোধিতা করে বিরোধী সব দল। অসম বিধানসভায় বিরোধী দলনেতা দেবব্ৰত শইকিয়া বলেন, সরকারের এই সিদ্ধান্ত রাষ্ট্ৰীয় শিক্ষানীতির পরিপন্থী। কংগ্রেসের বিধায়ক ভরত নরহ বলেন, বিজেপি মাতৃভাষা ধ্বংস করতে চাইছে। তৃতীয় শ্ৰেণি থেকে গণিত ও বিজ্ঞান বিষয়কে ইংরেজি মাধ্যম করার সিদ্ধান্ত রাষ্ট্ৰীয় শিক্ষানীতির পরিপন্থী।

এদিকে ক্ষমতাসীন একাংশ বিধায়ক অভিযোগকারীদের পাল্টা প্ৰশ্ন করেন, তাঁরা তাঁদের সন্তান-সন্ততিদের কোথায় পড়াচ্ছেন। এভাবে বহু সময় শাসক ও বিরোধীর মধ্যে তীব্র বাকবিতণ্ডা চলতে থাকে। প্ৰশ্তোত্তর পর্বের ঠিক পর পর এভাবে নিজেদের বিতৰ্কে না জড়াতে অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারি বার বার বিধায়কদের অনুরোধ জানালেও সদনের পরিবেশ শান্ত হয়নি। পরে সংসদীয় পরিক্ৰমা মন্ত্ৰী পীযূষ হাজরিকা বিদ্যালয়ে মাধ্যম বিতৰ্ক সম্পর্কে সদনে আলোচনা হবে বলে ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *