TMC:পিলাকে তৃণমূলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর ৷৷ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ বিভিন্ন স্থানে যোগদান সভা সংগঠিত করে দলকে আরো সংঘটিত করার উদ্যোগ নিয়েছেন দলীয় নেতৃবৃন্দ৷
রবিবার ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে ইনচার্জ রাজীব বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে এবং দক্ষিণ ত্রিপুরার পিলাক জেলা ইউনিটের যুব সভাপতি রোশন আলির উদ্যোগে, করবুক ও শান্তিরবাজার বিধানসভার বিজেপি ও কংগ্রেস ছেড়ে ১১৭ জন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নিয়েছেন৷ আগামীদিনে ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসকে আরো শক্তিশালী করে তুলতে দলকে এগিয়ে নিয়ে যাবে৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে রাজ্যের সাধারণ মানুষের গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার স্বার্থে এরা কাজ করে যাবেন বলে জানিয়েছেন৷