Supreme Court :সিএএ-কে চ্যালেঞ্জ জানিয়ে ২০০-র বেশি আর্জি, সোমবার শুনানি সুপ্রিম কোর্টে

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (হি.স.): সোমবার, ১২ সেপ্টেম্বর নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)-কে চ্যালেঞ্জ জানিয়ে করা আবেদনের শুনানি হবে সুপ্রিম কোর্টে। ২০১৯ সালের নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)-কে চ্যালেঞ্জ করে ২০০টিরও বেশি আবেদন জমা পড়েছে সর্বোচ্চ আদালতে। সোমবার সেই সমস্ত আবেদনের শুনানি হবে সুপ্রিম কোর্টে।

শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ইউ ইউ ললিতের নেতৃত্বাধীন বেঞ্চে হবে শুনানি। ১২ সেপ্টেম্বর, সোমবার ২০০-রও বেশি আবেদন শুনবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ইউ ইউ ললিতের নেতৃত্বাধীন বেঞ্চ। প্রসঙ্গত, সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে একটা সময় প্রতিবাদে আলোড়ন পড়ে গিয়েছিল দেশে। সিএএ-কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে এখনও পর্যন্ত ২০০টিরও বেশি আবেদন জমা পড়েছে। সেই সমস্ত আবেদনের শুনানি হবে সোমবার।