PM Modi:কৃষ্ণম রাজুর চলচ্চিত্র উজ্জ্বলতা ও সৃজনশীলতাকে মনে রাখবে ভবিষ্যৎ প্রজন্ম : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (হি.স.): প্রবীণ দক্ষিণী অভিনেতা ও প্রাক্তন সাংসদ কৃষ্ণম রাজুর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী জানিয়েছেন, কৃষ্ণম রাজুর চলচ্চিত্র উজ্জ্বলতা ও সৃজনশীলতাকে মনে রাখবে ভবিষ্যৎ প্রজন্ম।

৮২ বছর বয়সে রবিবার ভোররাতে হায়দরাবাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন কৃষ্ণম রাজু। হৃদরোগে আক্রান্ত হয়েছে পরলোক গমন করেছেন তিনি। কৃষ্ণম রাজুর প্রয়াণে শোকপ্রকাশ করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, কৃষ্ণম রাজুর চলচ্চিত্র উজ্জ্বলতা ও সৃজনশীলতাকে মনে রাখবে ভবিষ্যৎ প্রজন্ম। জনমানুষের সেবায় অগ্রভাগে ছিলেন তিনি পাশাপাশি রাজনৈতিক নেতা হিসেবেও ছাপ রেখেছেন তিনি।