Sports:বরপাখারি ফুটবলে ‌সেমিতে ইয়ুথ ফোরাম

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর।। তৃতীয় দল হিসাবে সেমি ফাইনালে উঠলো বড়পাথারির ইয়ুথ ফোরাম দল। ৩-‌০ গোলে বিধ্বস্ত করলো তুলামুড়ার হাতাই কিতিং দলকে। বিলোনিয়ার বড়পাথারিতে আয়োজিত নক আউট ফুটবল টুর্নামেন্টে। কোয়ার্টার ফাইনালের তৃতীয় ম্যাচ হয় শনিবার। এদিন বড়পাথারির ইয়ুথ ফোরাম দলের ফুটবলাররা শুরু থেকে ম্যাচে আধিপত্য দেখাতে থাকেন। বল দখলের লড়াইয়েও ছিলো এগিয়ে। ম্যাচে বিজয়ী দলের পক্ষে প্রথমার্ধে পল্টু চৌধুরি প্রথম গোলটি করেন। দ্বিতীয়ার্ধে বড়পাথারির ইয়ুথ ফোরাম দলের পক্ষে আরও দুটি গোল করেন যথাক্রমে মন্টু এবং জোলা। খেলা পরিচালনা করেন সঞ্জয় বিশ্বাস।