Cricket:মনিশংকরের ছোবলে যশের ডাবল টনহাতছাড়া, শেষচারের লক্ষ্যে ওয়েস্ট, নর্থ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর।। মনিশঙ্কর উইকেটও পেয়েছে। মোটকথা ত্রিপুরার মনিশঙ্কর মুরাসিং দলীপ ট্রফিতে ব্যাটে-বলে ভালো পারফরম্যান্সের নজির রাখতে চলেছে। খেলছে ইস্টার্ন জোনের হয়ে। তৃতীয় দিনের শেষে ইস্ট জোন পিছিয়ে রয়েছে। তবে যতদূর মনে হচ্ছে ম্যাচ অনিমাংসিত অবস্থায় শেষ হবে। প্রথম ইনিংসে লিড নেওয়ার সুবাদে নর্থ জোন সেমিফাইনালে খেলার ছাড়পত্র পাবে। স্কোরকার্ড অনুযায়ী নর্থ জোন এই মুহূর্তে ৩৬ রানে লিড নিয়েছে। এখনোও তাদের শিবিরে সাতটি উইকেট বর্তমান। দলের পক্ষে ওপেনার যশ ধূল এখনো আফসোস করে চলেছেন মাত্র সাত রানের জন্য ডাবল সেঞ্চুরি হাতছাড়া করে। ২৪৩ টি বল খেলে ২৮ টি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ১৯৩ রান সংগ্রহকারী যশ যার হাতে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরলেন, সেই ত্রিপুরার মনি শংকর মুরাসিং। দলের অন্যদের মধ্যে মানান ভোড়া ৪৪ রানে, ধ্রুব শোরে ৮১ রানে প্যাভিলিয়নে ফিরলেও অধিনায়ক মনদীপ সিং ৩৪ রানে এবং হিমাংশু রানা ৬২ রানে উইকেটে রয়েছেন । মনি শংকরের মতো ইস্ট জোনের আকাশদীপ, শাহাবাজ নাদিমও একটি করে উইকেট পেয়েছে। এদিকে চেন্নাইয়ে অনুষ্ঠিত অপর কোয়াটার ফাইনালে নর্থ-ইষ্ট জোনের বিরুদ্ধে ওয়েস্ট জোন নিশ্চিত জয়ের লক্ষ্যে এগুচ্ছে। ওয়েস্ট জোন ২ উইকেটে ৫৯০ রানে ইনিংস ঘোষণা করলে নর্থ-ইস্ট জোন ২৩৫ রানে ইনিংসে গুটিয়ে নেয়। ৩৫৫ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে দিনের খেলা শেষে ওয়েস্ট জোন এক উইকেটে ১২ রান সংগ্রহ করে নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *