নিউ ইয়র্ক, ১০ সেপ্টেম্বর ( হি.স.) : এ বারের ইউএস ওপেনে মহিলাদের সিঙ্গলসে নতুন চ্যাম্পিয়ন পাওয়া যাবে, তার আভাস আগেই পাওয়া গিয়েছিল। এবার বছরের শেষ গ্র্যান্ড স্লামে মহিলাদের মতো, পুরুষদের সিঙ্গলসেও পাওয়া যাবে নতুন চ্যাম্পিয়ন। যুক্তরাষ্ট্র ওপেনে পুরুষদের ফাইনালে সোমবার নামতে চলেছেন টুর্নামেন্টের তৃতীয় বাছাই স্পেনের কার্লোস আলকারাজ। তাঁর প্রতিপক্ষ টুর্নামেন্টের পঞ্চম বাছাই নরওয়ের ক্যাসপার রুড। সেমিফাইনালে অত্যন্ত কঠিন লড়াই করতে হয়েছে আলকারাজকে। মার্কিন টেনিস তারকা ফ্রান্সেস তিয়াফোর বিরুদ্ধে পিছিয়ে পড়েও দুরুন্ত জয় ছিনিয়ে নেন কার্লোস। এই প্রথম বার কোনও গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠলেন আলকারাজ।
সেমিফাইনালে আলকারাজ পাঁচ সেটের লড়াইয়ে দু’বার পিছিয়ে পড়েছিলেন। ৪ ঘণ্টা ১৯ মিনিট ধরে আর্থার অ্যাশ স্টেডিয়ামে তিয়াফো-কার্লোজের লড়াই চলে। শেষ অবধি তিয়াফোকে ৬-৭ (৬), ৬-৩, ৬-১, ৬-৭ (৫), ৬-৩ হারান আলকারাজ। প্রথম সেট টাইব্রেকে নিয়ে গিয়ে জিতে নেন তিয়াফো। দ্বিতীয় সেট জিতে নিয়ে সমতা ফেরান কার্লোস। এরপর তৃতীয় সেটে দাপট দেখিয়ে জেতেন কার্লোস। কিন্তু হাল ছাড়তে নারাজ ছিলেন তিয়াফো। চতুর্থ সেট ফের তিনি নিয়ে যান টাইব্রেকে। শেষ অবধি পঞ্চম সেট জিতে নিয়ে শেষ হাসি হাসেন কার্লোস।