বনগাঁ, ১০ সেপ্টেম্বর (হি. স.): বাগদায় উদ্ধার হল আড়াই কেজি সোনা। বিএসএফের হানা তল্লাশিতে আটকানো হয় বিপুল পরিমাণ সোনা চোরাচালানের প্রচেষ্টা।
বিএসএফ সূত্রে খবর, উদ্ধার হয়েছে ২১টি সোনার বিস্কুট। যে পরিমাণ সোনার ওজন ২ কেজি ৪৫০ গ্রাম। বিএসএফের অভিযানে উদ্ধার হওয়া সোনার বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা। শনিবার ভোরে বাগদায় বাংলাদেশ সীমান্ত লাগোয়া মামাভাগ্নে গ্রামে নির্দিষ্ট খবরের ভিত্তিতে অভিযান চালায় ৬৮ ব্যাটালিয়নের জওয়ানরা। স্থানীয় এক নাগরিক একটি বালতি (বেগুন এবং ওষুধের একটি প্লাস্টিকের বোতল) নিয়ে বাংলাদেশ থেকে ভারতের দিকে আসে। বিএসএফ জওয়ানরা তাঁকে তল্লাশির জন্য থামায়।
বিএসএফ সদস্যরা যখন বালতি ও প্লাস্টিকের বোতল তল্লাশি করছিল, ধরা পড়ার আশঙ্কা বুঝতে পেরে চম্পট দেয় সন্দেহভাজন। তল্লাশির সময় একটি প্লাস্টিকের ওষুধের বোতলের ভিতরে লুকিয়ে রাখা ২১ টি সোনার বিস্কুট উদ্ধার করা হয়, যে সোনার বিস্কুটের মোট ওজন ২.৪৫০ কেজি, যার বাজার মূল্য প্রায় ১ কোটি টাকা।
প্রসঙ্গত, শনিবারই কলকাতায় ফের খোঁজ মিলল যখের ধনের। ইডি-র তল্লাশিতে ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হয়েছে বান্ডিল বান্ডিল টাকা।
2022-09-10

