Fijiotherapy Day :বিশ্ব ফিজিও থেরাপি দিবস রাজ্যেও পালিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ সেপ্টেম্বর :  ৮ সেপ্ঢেম্বর বিশ্ব ফিজিও থেরাপি দিবস৷ সমগ্র বিশ্বের সাথে রাজ্যেও পালন করা হয় দিনটি৷ বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষ্যে এদিন অন্যান্য বছরের ন্যায় এই বছরও দ্য ইন্ডিয়ান এসোসিয়েশন অফ ফিজিওথেরাপি ত্রিপুরা শাখার উদ্যোগে নানান কর্মসূচী পালন করা হয়৷ এইদিন সকালে রাজধানীর রবীন্দ্র ভবন প্রাঙ্গণ থেকে একটি সচেতনতা মূলক মিছিল সংগঠিত করা হয়৷ মিছিলের সুচনা করেন স্বাস্থ্য দপ্তরের সচিব দেবাশিষ বসু৷ এইদিনের মিছিলটি রাজধানীর বিভিন্ন রাস্তা পরিক্রমা করে৷ স্বাস্থ্য দপ্তরের সচিব দেবাশিষ বসু জানান মানুষের দৈনন্দিন অভ্যাসের কারণে বর্তমানে মানুষ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছে৷ বিশেষ করে পেরালাইসিস-এর জন্য ফিজিও থেরাপি অত্যন্ত গুরুত্বপূর্ণ৷