Leopard Cubs:বানারহাটে চা বাগানের নালায় দেখা গেল ৩ চিতাবাঘের শাবক, নজর রাখছেন বনকর্মীরা

বানারহাট, ৮ সেপ্টেম্বর (হি.স.) : জলপাইগুড়ি জেলার চা বাগানে দেখা মিলল তিনটি চিতাবাঘের শাবকের । বৃহস্পতিবার বানারহাট ব্লকের গ্র‍্যান্দ্রাপাড়া চা বাগানের নর্থ ডিভিশনের একটি নালায় শাবকগুলিকে দেখতে পান কর্মরত শ্রমিকরা। বন দফতরে খবর দেওয়া হলে বিন্নাগুড়ি বন্যপ্রাণ দফতরের কর্মীরা সেখানে পৌঁছান। শাবকগুলিকে পর্যবেক্ষণে রেখেছেন বনকর্মীরা।

বন দফতরের বক্তব্য, মা চিতাটি তার শাবককে ওই জায়গায় না পেয়ে আরও বেশি হিংস্র হয়ে উঠতে পারে। তাতে বাগানের শ্রমিকদের উপর হানা দেবার সম্ভাবনা বেড়ে যাবে। এদিকে চিতার শাবকের খোঁজ মিলতেই ওই সেকশনে কয়েকদিনের জন্য কাজ বন্ধ করে দেন বাগান কর্তৃপক্ষ।

বিন্নাগুড়ি বন্যপ্রাণ শাখার রেঞ্জার শুভাশিস রায় জানান, চা বাগানে তিনটি শাবক দেখা গেছে। তারা যাতে সুরক্ষিত থাকে এবং তাদের কেউ বিরক্ত না করে সেই বিষয়টি নজরে রাখা হচ্ছে। তিনদিন পরেও শাবকগুলি সেখানেই থাকলে তাদের উদ্ধার করে নিয়ে আসা হবে।