দেশ ও সমাজের স্বার্থে কৃষিক্ষেত্রকে শক্তিশালী করা আবশ্যিক : তোমর

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (হি.স.): দেশ ও সমাজের স্বার্থে কৃষিক্ষেত্রকে শক্তিশালী করা অত্যন্ত আবশ্যিক। এমনই অভিমত পোষণ করলেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী নরেন্দ্র সিং তোমর। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী বলেছেন, সরকারের একাই করা উচিত, এটা কোনও আদর্শ পরিস্থিতি নয়, জনগণের অংশগ্রহণে কাজটি ভালোভাবে করা সম্ভব।

বৃহস্পতিবার কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক এবং ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই)-এর মধ্যে যৌথ উদ্যোগে কৃষিতে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের প্রচারের জন্য একটি প্রকল্প ব্যবস্থাপনা ইউনিট (পিএমইউ)-এর সূচনা হয়েছে। এই সময়ে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর বলেছেন, গত আট বছরে, প্রধানমন্ত্রী মোদী ১৫০০টিরও বেশি অপ্রয়োজনীয় আইন বাতিল করে সাধারণ মানুষের অসুবিধা দূর করে দেশের ব্যবস্থাকে মসৃণ ও মসৃণ করেছেন। তিনি বলেন, আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষে প্রধানমন্ত্রীর চেতনা অনুযায়ী দেশের স্বার্থে এফআইসিসিআই-এর মত অন্যান্য সংস্থা কী করতে পারে তা ভাবতে হবে এবং কাজ করতে হবে। চিন্তা ও পদ্ধতি পরিবর্তন হলে পরিবর্তন আসবেই। তিনি বলেন, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) একটি আদর্শ মডেল যাতে সবাই উপকৃত হয়, সংশ্লিষ্ট সেক্টরের অগ্রগতি হয় এবং দেশের সার্বিক উন্নয়ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *