৪-দিনের সফরের অন্তিম দিন, আজমের শরীফ দরগাহ পরিদর্শন শেখ হাসিনার

জয়পুর, ৮ সেপ্টেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে চার দিনের সফরের শেষ দিনে রাজস্থানের আজমের শরীফে পরিদর্শন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার দুপুরে প্রখ্যাত সুফি হযরত খাজা মঈনুদ্দিন চিশতির কবরের সামনে প্রার্থনা করেন শেখ হাসিনা। তিনি বাংলাদেশের ও সে দেশের নাগরিকদের মঙ্গল কামনা করেছেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজমের শরীফে খাজা মইনুদ্দিন চিশতির দরগাহ পরিদর্শন করেন। প্রখ্যাত এই সুফির কবরের সামনে নামাজ পাঠ করেন। এদিন সকালেই দিল্লি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে জয়পুর যান শেখ হাসিনা। প্রসঙ্গত, ভারত সফরকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়-এর সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠকে ব্যবসা-বাণিজ্য, জ্বালানি, অভিন্ন নদ-নদীর জলবণ্টন, সীমান্তে হত্যা ও রোহিঙ্গা সংকট সমাধানে সহযোগিতার বিষয়গুলি বেশি গুরুত্ব পায়। মোদী ও হাসিনার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক শেষে দুই দেশের মধ্যে সাতটি সমঝোতা স্মারক সই হয়।