কুইক রিয়াকশান ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, নিখুঁতভাবে আঘাত জেনেছে লক্ষ্যবস্তুতে

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (হি.স.): প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংগঠন-ডিআরডিও এবং ভারতীয় সেনাবাহিনী, ওডিশা উপকূলের চাঁদিপুরের সুসংহত টেস্ট রেঞ্জে ভূমি থেকে আকাশে ‘কুইক রিয়াকশান ক্ষেপণাস্ত্রের ছ’টি সফল পরীক্ষা চালিয়েছে। আকাশে দ্রুতগতিতে ছুটে চলা লক্ষ্যবস্তুতে সফলভাবে ক্ষেপণাস্ত্রটি আঘাত হেনেছে। এই সফল পরীক্ষার ফলে ভারতের ক্ষমতা আরও বাড়ল।

ডিআরডিও জানিয়েছে, দেশীয় আরএফ সিকার, মোবাইল লঞ্চার, সম্পূর্ণ স্বয়ংক্রিয় কমান্ড এবং কন্ট্রোল সিস্টেম, নজরদারি এবং মাল্টি-ফাংশন রাডার-সহ সমস্ত দেশীয়ভাবে উন্নত সাব-সিস্টেমের সমন্বয়ে চূড়ান্ত স্থাপনার কনফিগারেশনে এই পরীক্ষাগুলি পরিচালিত হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *