নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর ( হি.স.) : বৃহস্পতিবার কেরলে এবং সারা বিশ্বে মালায়ালী সম্প্রদায়কে ওনামের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এদিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু টুইট বার্তায় লেখেন, “দেশবাসীকে, বিশেষ করে মালায়ালী বোন ও ভাইদের ওনামের শুভেচ্ছা। নতুন ফসল কাটার একটি উত্সব। ওনাম সাম্য, ন্যায্যতা এবং সত্যবাদীতার মূল্যবোধও বহন করে। এই উৎসবের আনন্দময় চেতনা যেন সামাজিক সম্প্রীতি জোরদার করে এবং সবার জন্য শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে।”
টুইট বার্তায় উপরাষ্ট্রপতি ধনখড় লেখেন, “ওনামের শুভ উপলক্ষে আমার উষ্ণ শুভেচ্ছা। রাজা মহাবলীর স্মৃতির প্রতি সম্মান জানাতে ওনাম পালিত হয়। এই উত্সব সততা, করুণা এবং ত্যাগ ও মূল্যবোধের প্রতীক। ওনামের চেতনা সবার জীবনে শান্তি, সমৃদ্ধি এবং সুখ বয়ে আনুক।”
প্রধানমন্ত্রী মোদী একটি টুইট বার্তায় লিখেছেন, “সবাইকে ওনামের শুভেচ্ছা। বিশেষ করে কেরলের মানুষ এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা মালায়ালী সম্প্রদায়কে। এই উৎসব প্রকৃতি মাতার গুরুত্বপূর্ণ ভূমিকা এবং পরিশ্রমী কৃষকদের গুরুত্বকে পুনর্ব্যক্ত করে। ওনাম আমাদের সমাজে সম্প্রীতির চেতনাকে এগিয়ে নিয়ে যায়।”