নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর ( হি.স.) : জেডিইউ নেতা তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার যখন বিজেপি বিরোধী জোট গঠনের জন্য উদ্যোগী হয়েছেন, ঠিক তখনই দেশের আঞ্চলিক দলগুলিকে ঠুকলেন প্রবীণ কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম। চিদম্বরম বলেন, কংগ্রেসকে বাদ দিয়ে কোনও বিজেপি বিরোধী ফ্রন্ট হতে পারে না। কারণ আঞ্চলিক দলগুলি এক রাজ্য ভিত্তিক। কংগ্রেস নেতার আরও দাবি, কোনও আঞ্চলিক দল ৪৮ টির বেশি আসনে জিততে পারবে না। চিদম্বরম বলেন, যে কোনও রাজনৈতিক নেতা নিজের মতো করে উদ্যোগ নিতে পারেন। কিন্তু তাঁকে অঙ্কটা মাথায় রাখতে হবে।
নীতিশ কুমার গত তিনদিন ধরে দিল্লিতে একাধিক বিরোধী নেতার সঙ্গে বৈঠক করেন। কংগ্রেস, সিপিএম, সিপিআই, সিপিআই (এমএল), এনসিপি নেতাদের সঙ্গে আলাদা করে কথা বলেন প্রবীণ ওই জেডিইউ নেতা। তাঁর একটাই লক্ষ্য, বিজেপি বিরোধী শক্তিশালী জোট গড়া। তিনি বলেছেন, কোনও তৃতীয় ফ্রন্ট নয়, এটাই হবে প্রধান ফ্রন্ট। নীতিশ কুমার সাফ জানিয়েছেন, তিনি ২০২৪ সালের লোকসভা ভোটে বিরোধী মুখ হতে চান না। প্রধানমন্ত্রী হওয়ার কোনও বাসনা নেই তাঁর। যদিও রাজনৈতিক মহল মনে করছে, নীতিশ কুমার বিরোধী জোটের মুখ হওয়ার দৌড়ে নাম লিখিয়েছেন।

