নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (হি.স.): সমস্ত দেশবাসী, বিশেষ করে কেরল ও মালয়ালি সম্প্রদায়ের মানুষজনকে ওনাম উৎসবের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওনামের শুভেচ্ছা-বার্তায় প্রধানমন্ত্রী জানিয়েছেন, পরিশ্রমী কৃষকদের গুরুত্বকে পুনর্ব্যক্ত করে ওনাম উৎসব। তিনি আরও জানিয়েছেন, ওনাম আমাদের সমাজে সম্প্রীতির চেতনাকে আরও উজ্জীবিত করুক এটাই প্রার্থনা করছি। বৃহস্পতিবার টুইট করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, ওনাম উৎসব ধরিত্রী মাতার গুরুত্বপূর্ণ ভূমিকা এবং আমাদের পরিশ্রমী কৃষকদের গুরুত্বকে পুনর্ব্যক্ত করে।
কেরলের সবচেয়ে বড় উৎসব হল ওনাম। টানা ১০দিন ধরে ওনাম উৎসব পালিত হয়। এই ১০ দিন নানা আচার ও আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়। তবে উৎসবের প্রথম ও শেষ দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ। ওনামের দশদিন আগে হল ‘আত্তম’ নক্ষত্র। সকালে স্থানীয় মন্দিরে দেবতার কাছে প্রসাদ নিবেদন করে ওনাম উৎসবের আয়োজন শুরু হয়। সেদিন প্রত্যেক বাড়ির উঠোনে নানা বর্ণের ফুলের এক বৃত্ত এঁকে ওনাম উৎসবের সূচনা হয়। এই আল্পনাকে বলা হয় পোক্কালম। প্রতিদিন এই বৃত্তের সংখ্যা বাড়ে একটি করে।